আকাশ দাশ সৈকত
সফরকারী বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার এভিন লুইস । তার পরিবর্তে দলে ডাক পেলেন আরেক মারকুটে ব্যাটার আন্দ্রে ফ্লেচার।
দীর্ঘ দশ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাছাড়া সফরকারীদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশের ও লজ্জ্বা দিয়েছে স্বাগতিকরা। তবে দীর্ঘদিন পর এমন পারফরম্যান্স করেও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ শিবির। কারণ একের পর এক ইঞ্জুরির খবর আসছে দলটির শিবিরে। যার সর্বশেষ নাম মারকুটে ওপেনার ব্যাটার এভিন লুইস। সমাপ্ত হওয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। তাইতো খেলতে পারেনি তৃতীয় ওয়ানডে ম্যাচে। তবে এইবার চোটের কারণে ছিটকে গেলেন পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকে।
তবে এইদিকে লুইসের ইঞ্জুরিতে আবারো জাতীয় দলে ফিরলেন আন্দ্রে ফ্লেচার । জাতীয় দলের হয়ে এই মারকুটে ওপেনারের ক্যারিয়ার তেমন সমৃদ্ধ না হলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ সফল ৩৭ বছর বয়সী এই ব্যাটার।
উল্লেখ্য সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬ টায়। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের তিনটি ম্যাচই একই ভেন্যু ও সময়ে শুরু হবে।