জনপ্রিয়

চোট নিয়ে বিপিএল ছাড়লেন ইংলিশ পেসার!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

আকাশ দাশ সৈকত

চোট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছেড়ে দেশের উদ্দেশ্যে রাওনা দিয়েছেন ইংলিশ পেসার রিস টপলি। চোট যেন পিছু ছাড়ছে না সিলেট শিবির থেকে। একের পর এক চোটের কারণে টুর্নামেন্টের ভাঙ্গাচুড়া দলে পরিণত হয়েছে দলটি। চলতি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সসের হয়ে পুরো মৌসুম খেলার কথা ছিলো ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রকিম কর্ণওয়ালের। তবে কুঁচকির চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরেছিলেন এই অলরাউন্ডার। এইদিকে প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে ডান হাঁটুর হাইপারএক্সটেনশন ইনজুরি, হ্যামস্ট্রিং এবং কুঁচকির চোট নিয়ে বিপিএল ছাড়লেন ইংলিশ পেসার টপলি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৯ ম্যাচের মাত্র দুটিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে সিলেট। দল হিসেবে যেমন ভালো হয়নি তেমনি ব্যক্তিগতভাবেই আলো ছড়াতে পারেননি টপলি। সিলেটের হয়ে ৭ ম্যাচে ৯.৭৫ ইকনোমি রেট এবং ৬৩ গড়ে নিয়েছেন মাত্র ৪ উইকেট। এমন পারফরম্যান্সের পর এবার চোটে বিপিএল ছাড়তে হলো তাকে।  এইদিকে সতীর্থদের চোট নিয়ে সিলেট অধিনায়ক বলেন, “নিজেদের সত্যি দুর্ভাগা মনে হচ্ছে। কর্ণওয়ালের পুরো টুর্নামেন্ট খেলার কথা থাকলেও চোটের কারণে সে চলে গেছে। দলে ব্যাক-আপ বলতে কেউ নাই। যারা ছিলো সবাই কম-বেশি ইঞ্জুরড”।

  • চোট নিয়ে বিপিএল ছাড়লেন ইংলিশ পেসার!