জনপ্রিয়

চলতি মৌসুমে তেতুলিয়া উপজেলায় ৭২০০ জন কৃষকের মাঝে কৃষি পন্য বিতরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 5 days ago

মোঃ শেখ ফরিদ
সটাফ রিপোর্টার


চলতি রবি মৌসুমে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় এখন পর্যন্ত ৭২০০ জন কৃষকের মাঝে রবি প্রণোদনা প্রদান করা হয়েছে। এরমধ্যে ৬ হাজার ৪০০ জন কৃষকের মাঝে ২০ কেজি পরিমাণ রাসায়নিক সার ও ২০ কেজি গমের বীজ, ৩০০ জন কৃষকের মাঝে ৩০ কেজি রাসায়নিক সার ও ২ কেজি ভুট্টা বীজ, ৫০০ জন কৃষকের মাঝে ২০ কেজি রাসায়নিক সার ও এক কেজি সরিষা বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি আরো ৫০ জন কৃষকের মাঝে চিনা বাদাম ও ২০ জন কৃষকের মাঝে শীতকালীন পেঁয়াজ বিতরণ প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা অনেকেই বিনামূল্যে সার, গমের বীজ, ভুট্টা বীজ ও সরিষা বীজ পেয়েছি। এতে আমরা সাধারণ কৃষকরা অনেক উপকৃত হয়েছি। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিনামূল্যে এসব সার ও বীজ আমাদের কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ। সকলেই উপজেলা কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।  এ বিষয়ে তেতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে ২০২৪-২৫ অর্থ বছরের প্রনোদনা প্রকল্পের আওতায় চলতি রবি মৌসুমে উপজেলায় এখন পর্যন্ত ৭২০০ জন কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। আরো কয়েকটি ফসলের বীজ ও সার বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে। কৃষকদের সার্বিক সহযোগিতা, পরামর্শ, আধুনিক মানের কৃষি প্রযুক্তির ব্যবহার, ফসলের রোগ নির্ণয়, সঠিক পরামর্শ প্রদান অধিক লাভজনক ফসলের সাথে কৃষকদের পরিচিত করা, ভালো মানের বীজ সরবরাহ করা সহ কৃষকদের সার্বিক কল্যাণের স্বার্থে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছি। আমাদের এই চলমান কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, অনেক কৃষক আছে যারা ফসলের সঠিক রোগ সম্পর্কে না জেনে বাজার থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও কীটনাশক এনে ব্যবহার করেন। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সহ ব্যাপক লোকসানের শিকার হন। ফসলের যে কোন প্রকার সমস্যা দেখা দিলে তারা যেন আমাদের ইউনিয়ন মাঠকর্মীদের সাথে পরামর্শ করে সঠিক কীটনাশক ব্যবহার করেন। আমারা কৃষকদের সঠিক পরামর্শ প্রদানে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।