মোঃ রেজাউল করিম খান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের ধাওয়া খেয়ে পালানো সময় বালুভর্তি ডাম্পার ট্রাকের ধাক্কায় চলন্ত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ সময় ঘটনাস্থলেই পুড়ে অঙ্গার হয়েছেন গাড়ির ভেতরে ওই অটোরিকশার চালক মো. আবদুস সফুর (৩৭)। সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রীজের দক্ষিণ পাশে গাছবাড়িয়া কলঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক মো. আবদুস সফুরের বাড়ি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা এলাকার ইছামতি আলী নগরে। তাঁর স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। জানা যায়, ঘটনার দিন বিকেল ৩টার সময় ১টি সিএনজি পটিয়া থেকে গ্যাস নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে কেরানিহাট যাচ্ছিলেন। পথিমধ্যে কলঘরে ট্রাফিক পুলিশের চেক পোস্টে পুলিশ দাঁড়াতে সংকেত দিলে সিএনজি চালক গাড়িটি ফিরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অপর একটি বালুভর্তি ডাম্পার গাড়ি ঘটনাস্থলে দাঁড়ায়। এ সময় সিএনজির সাথে বালুভর্তি ডাম্পার গাড়ির ধাক্কা লাগলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সিএনজিতে আগুন লেগে যায়। এদিকে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের উপস্থিতির কথা শোনা গেলেও হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বলেছেন, ‘হাইওয়ে পুলিশের কোনো টিম সেখানে ছিল না। এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুবর্তি ড্রাম্পার ট্রাকের সাথে সিএনজি ধাক্কা লাগলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনের সূত্রপাত ঘটে।