মোঃ আবদুর রহিম সোহেল, স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ চট্টগ্রাম মীরসরাই থানা পুলিশের অভিযানে জিআর সাজা পরোয়ানাভূক্ত (০২ বছর সাজা প্রাপ্ত) ০১(এক) জন আসামী গ্রেফতার করেছে মীরসরাই থানার পুলিশ, অদ্য ২০/০৪/২০২৪খ্রি: এএসআই(নিঃ)/আবুল কাশেম সঙ্গীয় ফোর্সসহ মীরসরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে মীরসরাই থানার মামলা নং-০৯(৩)১৫ এর জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী (০২ বছরের সাজাপ্রাপ্ত ) মোঃ জাহেদুল ইসলাম, পিতা-কামাল উ্যাহ মেম্বার, সাং-কাজীর তালুক, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম গ্রেফতার করেন। আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।