জনপ্রিয়

গোপালগঞ্জে বোড়াশীর ইউপি মেম্বারের দুই সমর্থকদের সংঘর্ষে আহত ১০ জন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 1 month ago

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে বর্তমান ও সাবেক দুই ইউপি মেম্বারের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ)রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও আহতদের সূত্রে জানাগেছে, বোড়াশী ইউনিয়নের বর্তমান মেম্বার মিটু মোল্লার সাথে সাবেক মেম্বার আলিম মোল্লার সাথে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-কোন্দল চলে আসছিল।

এর আগেও একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই জের ধরে আজ সোমবার রাত ৮টার দিকে মিটু মোল্লার নেতৃত্বে তার সমর্করা আলিম মোল্লা সহ তার লোকজনের উপর চড়াও হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মীর মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বর্মানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে ।