জনপ্রিয়

গীতা প্রশিক্ষক তাপন নাগ এর পরিচালনায় সাপ্তাহিক ক্লাস

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 months ago

গীতা স্কুল পরিচালনা পরিষদ (GSPP) চট্টগ্রাম জেলা কমিটি কর্তৃক পরিচালিত রামগড় চা-বাগান শ্রী শ্রী গীতা স্কুলে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেন গীতা প্রশিক্ষক তাপস নাগ। এই সময় উপস্থিত ছিলেন গীতা স্কুল পরিচালা পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক জিকু দাশ। জিএসপিপি চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট সঞ্জয় চক্রবর্তী এবং সদস্য সচিব সুব্রত দাশ। তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন আধ্যাত্বিক ও গীতা শিক্ষা কিভাবে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় এবং প্রতিটি মানুষ যেন গীতার আলোয় জীবন গঠন করে সেই বিষয়ে আলোচনা করেন। এই সময় আরো উপস্থিত ছিল রামগড় চা-বাগান শ্রী শ্রী গীতা স্কুলের সহকারী কোষাধ্যক্ষ সমির উরাং টিংকু রাজপুত ও সহকারী গীতা প্রশিক্ষক অপু চন্দ্র দে সহ প্রমুখ।

  • গীতা প্রশিক্ষক তাপন নাগ এর পরিচালনায় সাপ্তাহিক ক্লাস