জনপ্রিয়

গাজাবাসীর আহবানে বিশ্বব্যাপী শান্তিপূর্ণ হরতাল সমর্থনে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন এর বিক্ষোভ সমাবেশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 weeks ago

গাজায় ইসরায়ীলী গণহত্যার প্রতিবাদে- গাজাবাসীর আহবানে বিশ্বব্যাপী শান্তিপূর্ণ হরতাল সমর্থনে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিকনির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা রেজাউল কাওসার। বক্তব্য রাখেন সাবিনা সায়াদাত সাফা, মাওলানা খোরশেদ আলম, আজিজ মাবরুর, নিজাম উদ্দীন, নাফিজ মোবারক, আব্দুল বারেক, আব্দুল আজিজ, লোকমান হোসেন লাবলু, গিয়াস উদ্দীন, নজিবুল কবির রাহগীর, রেজাউল করিম, হোসনে আরা বেগম, তাছলিমা আক্তার আরজু, সুমি আক্তার, আরিফুল হক প্রমুখ। বক্তাগণ দুনিয়ার সর্বত্র বিভিন্ন ধর্মের নামে ধর্মের মানবিক শিক্ষার বিপরীত সভ্যতা মানবতা বিনাশী উগ্রবাদী খুনী সন্ত্রাসী গোষ্ঠির রাষ্ট্রীয় উত্থান বর্বরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে শান্তি মানবতায় বিশ্বাসী সব মানুষকে মুক্তির সঠিক পথে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান।

নেতৃবৃন্দ বলেন, পাশবিক শক্তির নৃশংসতা গণহত্যার বিরূদ্ধে কেবল প্রতিবাদ মিছিল ও নিন্দা জানানোই যথেষ্ট নয়, একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদি সাম্প্রদায়িক হিংস্র পাশবিক স্বৈররাজনীতির ধারক মানবতা বিরোধী খুনী অপশক্তির বিরূদ্ধে সভ্যতা মানবতার পক্ষের সমস্ত মানুষকে কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।

তাঁরা বলেন, শুধু গাজায় নয়, ইয়েমেন, সিরিয়া, ইরাক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্ডিয়া এবং আরাকানসহ বিভিন্ন জায়গায় ধর্ম, জাতি, গোত্র বিভিন্ন ছদ্মবেশে মানবতার শত্রু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি ভয়াবহ হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে দুনিয়াব্যাপী সত্য, ন্যায়, মানবতা, স্বাধীনতা, নিরাপত্তা, অধিকার ও বিবেকের ধারক শান্তিকামী সকল মানুষের ঐক্যবদ্ধ ও সংগঠিত উদয় উত্থান ও সুপরিকল্পিত অগ্রযাত্রাই সকল অপশক্তি থেকে মানবতাকে উদ্ধার ও মুক্তির একমাত্র উপায় হিসেবে তাঁরা সকলকে উপলব্ধির আহবান জানান।

  • গাজাবাসীর আহবানে বিশ্বব্যাপী শান্তিপূর্ণ হরতাল সমর্থনে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন এর বিক্ষোভ সমাবেশ