জনপ্রিয়

গঙ্গাচড়ায় ছাত্রদের খুব কম সময়ে ভুলে গেল থানা পুলিশ-সমন্বয়ক আলী আল রাদিত রেশান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

রিয়াজুল হক সাগর, রংপুর

রক্তের দাগ মুছে যেতে না যেতেই ছাত্রের অবদান ভুলে যাচ্ছে গঙ্গাচড়া থানা পুলিশ। অভিযোগ উত্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গঙ্গাচড়া উপজেলা সমন্বয়ক আলী আল রাদিত রেশান। গতকাল মঙ্গলবার গঙ্গাচড়া থানা পুলিশ গঙ্গাচড়া উপজেলার সকল পূজা উদযাপন কমিটির দায়িত্বশীলদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন। আয়োজনে পূজা উদযাপন কমিটি ছাড়াও বিএনপি জামায়েত ইসলামী ও ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীকে আহবান করা হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে আহবান করা হয়নি। সমন্বয়ক রাদিত বলেন, গঙ্গাচড়ায় আন্দোলনরত ছাত্র-জনতা নূতন বাংলাদেশ ফিরে পাওয়ার পর যে থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করেছে সেই থানা পুলিশ আজ আমাদের এত কম সময়ে ভুলে যাবে আমরা বিশ্বাস রাখতে পারছি না। দেশ চলছে এক ধারায়, গঙ্গাচড়া থানা পুলিশের মানুষিক বিপর্যয় মেনে নিতে কষ্ট হয়। একই ধরনের অভিযোগ উপস্থাপন করেছেন গঙ্গাচড়া সাংবাদিক সমাজ। কোন সাংবাদিককে দাওয়াত দেয়া হয়নি জানিয়ে দুঃখ প্রকাশ করেন গঙ্গাচড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও উপজেলা আলীম প্রামানিক, গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপন প্রেসক্লাব গঙ্গাচড়া সাধারন সম্পাদক মোঃ বাবুল মিয়াসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। বৈষম্য বিরোধীর আন্দোলনে গঙ্গাচড়া থানা পুলিশের চিন্তা চেতনায় এত বড় ধরনের ঘাটতি সময়ের দাবি পূরণে ব্যার্থতার বহিঃপ্রকাশ।যে অনুষ্ঠানে একটি দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীকে ডাকা হয় সেখানে স্বাধীনতা উত্তোর গঙ্গাচড়ার বৃহৎ রাজনৈতিক দল জাতীয় পার্টির নেতৃবৃন্দকে আহবান করা হয়নি মর্মে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল একাধিক নেতা-কর্মী জানান।