জনপ্রিয়

খোলা তালাক হওয়ায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করলেন যুবক

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 minutes ago


বীরগঞ্জ প্রতিনিধি

‎স্বামী স্ত্রীর দাম্পত্যের কলহ হওয়ার কারণে প্রায় বছরের সংসার থেকে মুক্তি পেয়ে শান্তি লাভে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলাম নামের এক যুবক। তাঁর বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের স্লুুইচগেট এলাকায়। রোববার (২০ এপ্রিল) বিকালের দিকে বীরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
‎জানা গেছে, ২ বছর আগে সোহাগের সঙ্গে এক মেয়ের বিবাহ হয়। দাম্পত্যজীবনে তাঁদের কোনো সন্তান সন্তানাদি নেই।

‎সোহাগের অভিযোগ, দাম্পত্য জীবনে আমাদের দু’জনের মধ্যে মিল ছিল না। এতে খুশি হয়ে স্ত্রীর পাপ মোচন করতে দুধ দিয়ে গোসল করেছি। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • খোলা তালাক হওয়ায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করলেন যুবক