জনপ্রিয়

খুলনার হয়ে বিপিএল মাতাবেন সিবলি!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

আকাশ দাশ সৈকত

খুলনা টাইগার্সের হয়ে বিপিএল মাতাতে আসছেন ইংলিশ ব্যাটার ডমিনিক পিটার সিবলি। এক বিবৃতিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। ঢাকা এবং সিলেট পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন বন্দরনগরী চট্টগ্রামে। তবে সাগরিকার সবুজ গালিচায় মাঠে নামা আগে নতুন সংবাদ দিলো খুলনা। দলটির শক্তিমাত্রা বাড়াতে ইংলিশ ওপেনার ডম সিবলিকে দলে ভেড়ালো তারা। বিপিএলের চলতি আসরে ব্যাটে বলে তেমন কোন তারকা প্লেয়ার্সকে দলে রাখেনি খুলনা। ডম সিবলিও বিপরীত নয় তবে ইংল্যান্ডের হয়ে রয়েছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। মেহেদী হাসানের নেতৃত্বে থাকা দলটি সাদা মাটা হলেও পয়েন্ট তালিকার আছে চতুর্থ নাম্বারে। এইদিকে সিবলি কবে থেকে দলের সাথে যোগ দিচ্ছে সেই বিষয়ে কিছু এখনো জানা যায়নি। ইংলিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালে অভিষেক হওয়ার পর এই ডানহাতি ওপেনার খেলেছেন ২০২১ পর্যন্ত। ওই সময়ে ২২ টেস্টে ১০৪২ রান করেন ডমিনিক পিটার সিবলি। পরবর্তীতে ২৯ বছর বয়সী এই ব্যাটারকে আর জাতীয় দলে না দেখা গেলেও তিনি দেশটির ঘরোয়া টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রায় নিয়মিত খেলোয়াড়। ১৪২টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন সিবলি। কাউন্টিতে নিজের সর্বশেষ ম্যাচে সেপ্টেম্বরে খেলেছেন ১২৫ রানের ইনিংস। এ ছাড়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টের ২০২৪ আসরে ১৩৩ স্ট্রাইকরেট নিয়ে সিবলি ১১ ম্যাচে ২৬৯ রান করেন। উল্লেখ্য আগামী ১৬ জানুয়ারী থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ২৩ জানুয়ারী পর্যন্ত যেখানে অনুষ্ঠিত হবে চলতি আসরের ১২টি ম্যাচ।

  • খুলনার হয়ে বিপিএল মাতাবেন সিবলি!