জনপ্রিয়

খুলনায় শহীদ মিনার অবমাননার অভিযোগ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 months ago

খুলনা প্রতিনিধি

খুলনার তেরোখাদা উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে গত ২১শে ডিসেম্বর এস.এস.সি ব্যাচ-২০০০ পুর্নমিলনীর সময় শহীদ মিনার অবমাননার অভিযোগ উঠেছে। কলেজ কতৃপক্ষের নিকট বিষয়টি জানতে চাইলে অধ্যক্ষ্য বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।

একাধিক সুত্র নিশ্চিত করেছে এস.এস.সি- ২০০০ সালের ব্যাচ কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজকরা নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করে তারা কলেজ চত্বরের শহীদ মিনারে জুতা পড়ে উঠে শহিদ মিনারে ছবি তোলা শুরু করে। যে ঘটনায় এলাকাবাসী ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানিয়েছেন এরা শিক্ষিত মানুষ স্ত্রী সন্তান নিয়ে স্মৃতিচারন করতে এসেছে, কিন্তু তারা পরবর্তী প্রজন্ম কে কি শিক্ষা দিল? আমরা মর্মাহত হয়েছি। চিত্রা মহিলা কলেজের অধ্যক্ষ মুঠোফোনে জানান, কলেজ কতৃপক্ষ অনুমতি দিয়েছে তবে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা আমি জানিনা । আমি শারিরিক ভাবে অসুস্থ।

অনুষ্ঠানের আয়োজক শরফুল আলম মুকুল,বুলবুল আহমেদ,জিয়াউল কবীর সোহাগ,জামসেদ সহ অনেকের সাথে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করলে সাংবাদিক পরিচয় পেলে ফোন কেট দেয় তারা। এ ব্যাপারে উক্ত এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

  • খুলনায় শহীদ মিনার অবমাননার অভিযোগ