কাজী রায়হান তানভীর সৌরভ
সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অনুযায়ী খুলনায় গতকাল তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য আজ শুক্রবার জুম্মার নামাজের পরে খুলনা নিউমার্কেটে ছাত্র আন্দোলনকারীরা দলে দলে অবস্থান করতে থাকে, তারা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্র ভঙ্গ করে দেয়, এবং কোনরকম যেন সহিংসতার ঘটনা না ঘটে সেজন্য রাস্তায় বেরিকেট দিয়ে দেয়, পরবর্তীতে আন্দোলনকারীরা একত্রিত হয়ে পুলিশের বেরিগেট ভেঙ্গে দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যায়, এ সময় তারা রাস্তায় কোন সরকারি দলীয় সংগঠনের ব্যানার ফেস্টুন থাকলে সেগুলোকে ভেঙে ফেলে ও পুড়িয়ে দেয়, মুহূর্তের মধ্যেই গোটা খুলনা নগরী আতঙ্কিত হয়ে পড়ে, এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের রূপে নিষিদ্ধ সংগঠন শিবির ও ছাত্রদলের ক্যাডার বাহিনীরা আগ্নেয় অস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং একজন পুলিশকে হত্যা করে ও একাধিক পুলিশ সদস্যকে বেধড়ক পিটিয়ে কুপিয়ে আহত করে।