জনপ্রিয়

ক্লার্কের চোখে চ্যাম্পিয়ন্স ভারত! সেরা ব্যাটার রোহিত!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

আকাশ দাশ সৈকত

সাবেক অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ক্লার্কের চোখে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন্স দল হিসেবে ভারতকে দেখছেন এবং টুর্নামেন্টের সেরা ব্যাটার হিসেবে রোহিত শর্মার নাম বলেছেন তিনি। রাত পোহালে আগামীকাল থেকে পাকিস্তানের মাঠে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসরের। তবে মাঠে খেলা গড়ানোর আগেই প্রশ্ন উঠে গেছে আসন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স হবে কোন দল? যেখানে অনেক তারকা ক্রিকেটার এবং বিশ্লেষক জানিয়েছিলেন তাদের চোখে ফেভারিট দলের কথা। এইবার সেই জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে ক্লার্কের বাজি ভারতের পক্ষে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতের হাতে এখনই শিরোপা দেখছেন ক্লার্ক। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন বলছে এমনটিই। প্রতিবেদন মতে ক্লার্ক বলেন, ‘আমি বলব যে ভারত শিরোপা জিততে যাচ্ছেন। তারা ছন্দে আছে।’ টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহক হবে কে, তারও একটি ধারণা দিয়েছেন ক্লার্ক। তার মতে, সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। মাঝে অফফর্মে থাকলেও এখন আবার ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। ক্লার্ক তাই তার পক্ষেই বাজি ধরছেন। বোলিংয়ে ভালো সম্ভাবনা দেখছেন ইংল্যান্ড পেসার জফরা আর্চারের।

  • ক্লার্কের চোখে চ্যাম্পিয়ন্স ভারত! সেরা ব্যাটার রোহিত!