জনপ্রিয়

কুমিল্লা জেলায় বগি লাইন চুত্যির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ

কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায় বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচুত্য হওয়ার ঘটনার কারণে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এছাড়াও ৪টি লাইনের ট্রেন নির্ধারিত সময়ে যায় নি বলে এমনটাই জানা যায়। রেললাইন বেঁকে চট্টগ্রাম থেকে জামালপুড়গামী বিজয় এক্সপ্রেসের নয়টি বগির লোকজন নিহত হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় যে ১০জন যাত্রী আহত হয়। ঘটনাস্থলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে রোববার বিকেলে ৫ সদস্যের কমিটি। রেলওয়ে ব্যবস্থাপক মো সাইফুল ইসলাম এর প্রশ্নে রেল কর্মকর্তা জানান যে, এই প্রথম রেললাইন বেঁকে চট্টগ্রাম থেকে রেললাইনচুত্য হয়েছে।

  • কুমিল্লা জেলায় বগি লাইন চুত্যির ঘটনায় তদন্ত কমিটি