কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যাবসায়ী আটক

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 days ago

কুড়িগ্রাম প্রতিনিধি.

কুড়িগ্রাম এর নাগেশ্বরীতে পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা এবং ২৫ বোতল ইস্কাফসহ ২ কারবারি আটক 

রোববার (৩ আগষ্ট) রাত ২ টা ৩০ মিনিটের দিকে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার রামখানা ইউনিয়নের গোয়ালটারী এলাকা হতে মাদক কারবারি আলী হোসেনকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আলী হোসেন পশ্চিম রামখানার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

অপরদিকে গত শনিবার
(০২ আগস্ট) বিকেল ৬টার দিকে একই উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের পন্ডিতপাড়া থেকে একই এলাকার মাদক কারবারি সাইফুল ইসলাম (২৮) কে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার মোঃ বজলার রহমান (ওসি ডিবি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফ ও ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে

উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদক কা রবারির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

  • কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যাবসায়ী আটক