আমীনুল ইসলামঃ মেলাটির নামটি কে দিয়েছিল কেউ সঠিকভাবে বলতে পারে না? তফন চক্রবর্তী বলেন এক সময় কুড়িগ্রামের ঐতিহ্যবাহী চেংরার মেলা বা রসুনের মেলায় বাবার হাত ধরে যেতাম। আজকে মেয়ের হাত ধরে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী চেংরার মেলা বা রসুনের মেলায় আসলাম এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম। কত স্মৃতি সে-ই সময়ের মেলা ছিলো উৎসব আমাদের কাছে। সেই মাটির হাতি