কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম নওডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেলে, জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাশেম গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ডা. রেয়ান আনিস।
তিনি বলেন, “আমি এখানে ভোট চাইতে আসিনি। তাসভির উল ইসলামের মতো মানুষকেই আপনারা ভোট দিয়ে পাশে রাখবেন। কাশেম গ্রুপ শুধু উলিপুরে নয়, রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। উলিপুরে চক্ষু হাসপাতাল, মাতৃমঙ্গল সেবা, বিশুদ্ধ পানি সরবরাহসহ বহু অবদান রয়েছে আমাদের।”
তিনি আরও বলেন, ” তাসভির উল ইসলামের বাবা ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। বড় ভাই দীর্ঘদিন মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন। আমাদের পরিবার সবসময় উলিপুরের পাশে ছিল এবং থাকবে। বর্তমানে জামাত-বিএনপি ও এনসিপি অনেক নতুন মুখ সমাজে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে, এসব বিষয়ে সজাগ থাকতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মহিলা দলের সভাপতি তাহমিনা বেগম রুবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সদস্য সচিব রশিদা বেগম লতা, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিনা বেগম, সদস্য সচিব হাজেরা বেগম লাকি প্রমুখ।
এছাড়াও পৌর ও উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দ এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা আগামি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।