জনপ্রিয়

কারখানা শ্রমিকদের বিকেএমইএ কার্যালয় ঘেরাও

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ (স্টাফ রিপোর্টার)

সরকার ঘোষিত নিম্নতম মজুরি, সবেতনে মাতৃত্বকালীন সুবিধা, বাৎসরিক অর্জিত ছুটির টাকা প্রদান বিভিন্ন দাবিতে শ্রম আইন অনুযায়ী অধিকার বঞ্চিত (নারায়ণগঞ্জ ফতুল্লা থানার) গাবতলি টাগারপাড় মালঞ্চনগরে অবস্থিত আর এন নিট টেক্স লি:, ইউনাইটেড কস্টিউম লিঃ এর কারখানার শ্রমিকবৃন্দরা চাষাড়াস্হ মোড় অবরোধ ও মালিক সংগঠন বিকেএমইএর কার্যালয় ঘেরাও করে। স্বঘোষিত শ্রমিকদের বিক্ষোভে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা নেতৃবৃন্দ পাশে থাকে এবং সংহতি জানায়। কারখানার শ্রমিকবৃন্দ গত ১ মাস আগে মালিক কর্তৃপক্ষের বরাবর দাবিনামা ও বিকেএমইএর সভাপতি বরাবর দাবিনামা প্রদান করে। সংকট নিরসনের জন্য কোন পদক্ষেপ মালিক কর্তৃপক্ষ গ্রহণ না করে গতকাল ১৮/০১/২০২৪ তারিখে একজন শ্রমিককে বেআইনিভাবে আটক করে ও তাকে মারধর করায় সকল শ্রমিক প্রতিবাদ জানায়।

শ্রমিকরা মারধরের বিচার না পাওয়ায় আজ দুপুরে কারখানার অঞ্চল থেকে মিছিল করে চাষাড়ায় বিক্ষোভ করে। মালিক কর্তৃপক্ষ আজ ১৯/০১/২০২৫ তারিখে কারখানাটি শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে বিকেএমইএর সভাপতি, মালিক কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও শ্রমিকবৃন্দ আলোচনা করেন ত্রিপক্ষীয় ভাবে। মালিক কর্তৃপক্ষ সংকট নিরসনের জন্য সহসা উদ্যোগ গ্রহণ করার ইচ্ছা পোষণ দৃষ্টি গোচর হয়নি। তাই শ্রমিকরা ক্ষুব্ধ।

  • কারখানা শ্রমিকদের বিকেএমইএ কার্যালয় ঘেরাও