জনপ্রিয়

কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী নির্বাচনী তফসিল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলার রাজানগর কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন রানিরহাট কাঠ ও জ্বালানী কাঠ ব্যাসসায়ী সমিতির নির্বাচনের ২১ মার্চ তফসিল ঘোষণা করেন রাঙ্গুনিয়া উপজেলা সমবায় অফিসার দিবাকর দাশ মান্না নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দিবাকর দাশ মান্না। মোট ১২টি পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে। রাজানগর আর এ বি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। গত ২৪মার্চ থেকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম ২৮মার্চ পর্যন্ত চলবে। ৩০-৩১মার্চ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ও মনোনয়ন ফরম যাছাই বাছাই শেষে ১লা এপিল প্রাথমিক খসড়া প্রকাশ করা হবে।
আগামী ২-৩ এপিল প্রাথীদের আপিল দাখিল ও ৪-৮-৯ এপিল আপিলের শুনানি ও নিষ্পত্তি এবং ১৭ এপিল প্রাথীতা প্রত্যাহার শেষে ১৮ এপিল বৈধ প্রার্থী ও প্রতীক বরাদ্দ শেষে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ২৭এপিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

  • কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী নিবাচনী তফসিল