জনপ্রিয়

কবিতা : অসংগতি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

কবিতা : অসংগতি
লেখক : হুসাইন আহমাদ

সমাজে হচ্ছেটা কি, চলছে টা কি অসংগতি,
যদি যাই বলতে আমি, বলবে আমায় জঙ্গিবাদী।
তবুও চুপ করে যে থাকতে আমি পারছি না আর মুক্তি বুজি;
বলে যাই পথিক ভেসে সমাজের এই অসঙ্গতি।

জুলুমে ছেয়ে গেছে বলবো টা কি, হাসছে দেখো অপরাধী।
স্বাধীন এই বাংলাদেশের জেল খাটে আজ আলেম লোকই,
অপরাধ নাই তো তাদের, পাচ্ছি না তো জেল খাটার ঐ কারণটা কি।
এসবই বলি যদি বলবে আমায় জঙ্গিবাদী।

আরে ভাই বলব টা কি, এসব কথা বলতে গেলে লাজে মরি;
মেয়েটার বয়স পেরিয়ে ঘোল হবে, না হলেও এরকমই,
যদি যাই বিয়ে দিতে বলবে আমায়, টানো এবার জেলের ঘানি।
এদিকে পত্রিকাটা খুলতেই দেখি ধর্ষিতা আজ কুড়িখানি।
এসবই বলতে গেলে বলবে আমায় জঙ্গিবাদী।

‘মাদককে না বল’ আজ বলছে দেখো সমাজসেবক সব লোকেই;
এদিকে মাদক খানায় তৈরি তো হয় দ্রব্য সবোই দিবানিশি,
এগুলো না করে না, কারণ তো ভাই ভারী করে দিচ্ছে ওরা পকেট খানি।
এসবই বলতে গেলে বলবে আমার জঙ্গিবাদী।

  • কবিতা : অসংগতি