আকাশ দাশ সৈকত নিউজিল্যান্ডের বিপক্ষে দল জিততে না পারলেও দারুণ পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানা। তাইতো ম্যাচ সেরার পুরুস্কার নিতে এসে রানার প্রশংসা করতে ভুল করেননি কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র। তবে এইবার সেই রানার প্রশংসা করলেন পাকিস্তানি কোচ আকিভ জাভেদ।
পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ বিদায় নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পরপরই । তাইতো আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি দুই দলের জন্য নিয়ম রক্ষার । তবে সাদা বলে আইসিসির কোন টুর্নামেন্টে অভিষেক ঘটেছে বাংলাদেশ দলের সম্ভাবনাময় এবং গতিময় পেসার নাহিদ রানার । ভারতের বিপক্ষে একাদশে জায়গা না পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে দারুণ বোলিং করেছেন তিনি। সেই ম্যাচে দল হারলেও গতির ঝড় তুলে মাত্র ৪৩ রান খরচায় একটি উইকেট নিয়েছিলেন নাহিদ। তাইতো এমন গতি আর স্কিলের জন্য এইবার এই তরুণ পেসারকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানি কোচ আকিভ জাভেদ।
আগামীকাল ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে আকিভ বলেন, ‘বাংলাদেশ দল যখন পাকিস্তানে সিরিজ খেলতে এসেছিল তখন দেখেছি নাহিদ রানার খেলা, পরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দেখেছি। আমি মনে করি সে খুব ভালো স্কিলফুল বোলার। তার উচ্চতা, পেস খুব ভালো। তাসকিন আহমেদ ও স্কিলফুল, মুস্তাফিজুর রহমান অভিজ্ঞ বোলার।’