জনপ্রিয়

এনায়েতপুরে বজ্রপাতে নিহত ২ আহত ১ জন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

নিজস্ব প্রতিবেদক:

চৌহালী উপজেলার এনায়েতপুরে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল চরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, এনায়েতপুর খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪) ও বেতিল চরের তারা মিয়ার ছেলে আল আমিন (২৪)। স্থানীয় ব্যবসায়ী হাজী ফয়সাল মল্লিক জানান, একদল ছেলে বেতিল চরের মধ্যে ক্রিকেট খেলা করছিল। হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে ৪জন খেলোয়ার আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আল আমিন ও মারুফকে মৃত্যু ঘোষনা করেন। অপর দুইজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • এনায়েতপুরে বজ্রপাতে নিহত ২ আহত ১ জন