জনপ্রিয়

এনসিএল শেষ তামিমের! ফিরেছেন মুশফিক!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 months ago

আকাশ দাশ সৈকত

জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (এনসিএল) শেষ হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবালের। তবে তামিম গতকাল সিলেট থেকে ফিরলেও নিজ বিভাগ রাজশাহীর হয়ে এনসিএল খেলতে সিলেট পৌঁছেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

দীর্ঘদিন পর এনসিএল দিয়ে মাঠে ফিরেছিলেন তামিম ইকবাল। নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে এনসিএলের প্রথম আসরে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন এই ওপেনার । তবে মাত্র ৪ ম্যাচ খেলেই শেষ হলো তামিমের এনসিএল টি-টোয়েন্টির যাত্রা। গতকাল রোববার রাতেই সিলেট থেকে ঢাকা ফিরে যান তামিম। তার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ‘আমার চারটা থেকে পাঁচটা ম্যাচ খেলার কথা ছিল। তো আজকে আমার শেষ ম্যাচ ছিল। আমার প্রস্তুতি যতটুকু নেওয়ার কথা ছিল, আমার মনে হয় যে আমি সবটুকু ফুলফিল করেছি।’

উল্লেখ্য চার ম্যাচ খেলে তামিম রান করেছেন ১৯০ রান। গড় ও স্ট্রাইকরেট ৬৩.৩৩ ও ১৫০.৭৯। তাছাড়া গতকাল বরিশালের বিপক্ষে নাটকীয় হারা ম্যাচে ৫৪ বলে খেলেন ৯১ রানের ইনিংস।

  • এনসিএল শেষ তামিমের! ফিরেছেন মুশফিক!