জনপ্রিয়

এনসিএল মাতিয়ে বিপিএলে দল পেলেন রানা!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 day ago

আকাশ দাশ সৈকত

বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে অবিক্রীত থাকলেও চলতি জাতীয় ক্রিকেট লিগ দারুণ পারফরম্যান্স করে বিপিএলে ঢাকা ক্যাপিটালসে নাম লিখিয়েছেন তরুণ পেসার মেহেদী হাসান রানা।

২০১৯ বিপিএলে দারুণ পারফরম্যান্সের মধ্যদিয়ে নজরে আসেন। এরপর সেই আসরে আলো ছড়িয়ে ডাক পেয়ে যান বাংলাদেশ দলেও। তবে মধ্যখানে ইঞ্জুরির থাবায় পড়ে অনেকটা আড়ালে চলে যান তরুণ পেসার মেহেদী হাসান রানা। খেলতে পারেনি জাতীয় ক্রিকেট লিগের শেষ দুই আসর। তবে সদ্য সমাপ্ত হওয়া এনসিএলে ফিরে আবারো নজরে আসেন তিনি। নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে নয়, রানা খেলার সুযোগ পেয়েছেন খুলনা বিভাগের হয়ে। সবমিলিয়ে ২ ম্যাচে ১৯ উইকেট শিকার করেছেন তিনি। পরবর্তীতে এনসিএল টি-টোয়েন্টিতে ৬ ম্যাচে নেন ১২ উইকেট। এমন পারফরম্যান্স খুলে দেয় তার জন্য বিপিএলের দরজা।

আগামী ৩০শে ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর মাঠে গড়ানোর কথা। যার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

  • এনসিএল মাতিয়ে বিপিএলে দল পেলেন রানা!