আকাশ দাশ সৈকত
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ভার্সনের পর্দা উঠতে চলেছে আগামী ১১ ডিসেম্বর থেকে আর টুর্নামেন্টের পর্দা নামার কথা রয়েছে ২৩ ডিসেম্বরে।
গত মাসে শুরু হয়েছিলো জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লঙ্গার ভার্সনের এই টুর্নামেন্টের । এবার আসন্ন বিপিএলকে সামনে রেখে দেশি ক্রিকেটারদের নজরদারিতে রাখতে শুরু হতে যাচ্ছে জাতীয় টি-টোয়েন্টি লিগের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচগুলো হলেও ফাইনাল ভেন্যু হিসেবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম হতে পারে বলে জানায় আয়োজকরা।
এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট আট দল। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় জাতীয় দলের অনেক ক্রিকেটারকেই দেখা যাবে না এই টুর্নামেন্টে। তবে ওয়ানডে সিরিজ শেষে দেখা যেতে পারে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদদের। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমানদের পাওয়া যাবে না সিরিজ থাকায়।