জনপ্রিয়

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। সোমবার (২৫ মার্চ) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে সংগঠন দুটি এ দাবি জানায়। সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সদস্য সচিবুল হক বিন্দু প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ জাতীয় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রয়োজনে লবিং জোরদার করতে হবে। আর্মেনিয়া তাদের দাবি আদায় করে নিয়েছে। আমরাও স্বীকৃতি চাই। প্রয়োজনে তৎপরতা বাড়াতে হবে। ভাষার স্বীকৃতি আমাদের রয়েছে, গণহত্যার স্বীকৃতিও চাই। তারা বলেন, শহীদের রক্তের মর্যাদা রক্ষা করতে জনগণকে নিজ নিজ জায়গা থেকে লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। লুটেরাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি। এসময় তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবানও জানান। এর আগে অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

  • একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব