জনপ্রিয়

একতা সংঘ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ‘আর আর একাদশ‘

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 days ago

আকাশ দাশ সৈকত

মহানগর একতা সংঘ কর্তৃক আয়োজিত একতা সংঘ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন আর আর একাদশ।

ঐতিহ্যবাহী মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে মহানগর একতা সংঘের উদ্যোগে আয়োজিত মহানগর একতা সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ তামিম অলস্টারের বিপক্ষে খেলতে নামে আর আর একাদশ। ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে গোলের জন্য মরিয়া চেষ্টা করে দুইদল। তবে ২৫ মিনেটের মাথায় তামিম অলস্টারের গোলরক্ষক তুহিনকে বোকা বানিয়ে আর আর একাদশকে এগিয়ে দেন টুর্নামেন্ট জুড়ে দারুণ ছন্দে থাকা তরুণ তাশফিক। প্রথমার্ধেই ওই একটাই সাফল্যে দুইদলের এরপর আর না হলে ওই এক গোল নিয়ে বিরতিতে যেতে হয় দুইদলকে।

বিরতি থেকে ফিরে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে প্রতিরোধ গড়ার চেষ্টা করে তামিম অলস্টার একাদশ। তবে আক্রমণ আর পাল্টা আক্রমণে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আর আর একাদশের গোলরক্ষক এবং ডিফেন্ডারদের বাঁধা হয়ে প্রতিবারই ব্যর্থ হতে হয় তামিম অলস্টার একাদশের ফরোয়ার্ডদের। এইদিকে উল্টো সুযোগ পেলে আক্রমণে উঠে আর আর একাদশ । তবে ম্যাচের শেষ সময় পর্যন্ত আর কোন দল বল জালে জড়াতে না পারলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে হয় আর আর একাদশের খেলোয়াড়দের। ম্যাচের একমাত্র গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হন তাশফিক হাসান। ম্যাচ শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দল,রানার্সআপ দলসহ টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য ৬ দলের অংশগ্রহনে মহানগর একতা সংঘের উদ্যোগে আয়োজিত মহানগর একতা সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয় গত ৪ অক্টোবর। টানা দুই মাস ধরে চলা রাউন্ড রবিন পদ্ধিতে আয়োজিত এই টুর্নামেন্টের পর্দা নামলো আজ। যেখানে ছয় দল থেকে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা চারদল নিয়ে আয়োজিত হয় সেমিফাইনাল। এরপর সেইখান থেকে জয়ী দল নিয়ে আজকের ফাইনাল।

একনজরে মহানগর একতা সংঘ ফুটবল টুর্নামেন্টঃ

চ্যাম্পিয়ন: আর আর একাদশ

রানার্স আপ: তামিম অলস্টার একাদশ

ফাইনাল সেরা: তাশফিক (আর আর একাদশ)

টুর্নামেন্ট সেরা: রোহান (তামিম অলস্টার একাদশ)

সর্বোচ্চ গোল: রিফাত (তামিম অলস্টার একাদশ)

  • একতা সংঘ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আর আর একাদশ