মোঃসুজন আহমেদ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকাল ৪ ঘটিকার সময় উল্লাপাড়া উপজেলা ছাত্র দলের উদ্যেগে পৌর উন্মুক্ত মঞ্চ থেকে একটি বর্নাঢ্য আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর উন্মুক্ত মঞ্চ গিয়ে শেষ হয়। ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক শাহ জালালের সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম. আকবর আলী। এসময় তিনি বলেন, উল্লাপাড়া কে আমি একটি আধুনিক শিক্ষা নগরী হিসাবে গড়ে তুলেছি। শিক্ষা ও শান্তির নগরী উল্লাপাড়ায় সন্ত্রাসীদের কোন ঠাঁই নাই, কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদা চাইতে আসলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। উল্লাপাড়া হবে বাংলাদেশের মধ্যে একটি আলোকিত মডেল শিক্ষা নগরী ও শান্তির নগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হেলাল সরকার, সাবেক পৌর মেয়র, বেলাল হোসেন,যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম, ছাত্র দলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজা, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন,খাজা মঈন উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল মোমেন শফি, কৃষক দলের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক সন্টু, উপজেলা বিএনপির সদস্য, মিজানুররহমান বাবু,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রইচ উদ্দিন হিরা, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারন সম্পাদক মোঃ হায়দার আলী, বড়হর ইউনিয়ন বিএনপির সভাপতি, ছাকোয়াত হোসেন সাবু, সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম, সলপ ইউনিয়ন বিএনপির সভাপতি, ফজলুর রহমান, দূর্গানগর ইউনিয়ন বিএনপির সভাপতি, মোঃ আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মোহনপুর ইউনিয়ন বিএনপি নেতা দুলাল হোসেন, বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সহসভাপতি, ওয়াহাব, উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদুল ইসলাম,বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিন্টু, প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটন সহ অনেকে।