জাওয়ান উদ্দিনঃ নির্বাচন কমিশন(ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে তৃতীয় ধাপে ১১২ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে রামু উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে ১০ প্রার্থীকে বরাদ্দ দেওয়া হয়েছে আজ। সোমবার ১৩ মে সকাল ১১টায় কক্সবাজার জেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার নাজিম উদ্দিন প্রার্থীদের মাঝে এই প্রতিক বরাদ্দ দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন প্রার্থীকে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। তার মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রামু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফসানা জেসমিন পপি (কলস) প্র্রতিক পদে বরাদ্দ পেয়েছেন। পসঙ্গত রামুর ৬৪ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৯৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯৯ হাজার ১২৫ জন। নারী ভোটার রয়েছে ৮৭ হাজার ৮৭৬ জন। আগামী ২৯ মে ৬৪ কেন্দ্রে ৪৩৪ টি ভোট কেন্দ্র ইভিএমে ভোট গ্রহণ করা হবে।