জনপ্রিয়

উত্তরণের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আব্দুদ দাইন সরকারের ৬৮ তম জন্মবার্ষিক উদযাপন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 week ago

পাবনা জেলা প্রতিনিধি

পাবনায় ১১ এপ্রিল শুক্রবার সন্ধ্যা থেকে দেশের অন্যতম প্রধান সাহিত্য,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পাবনার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও উত্তরণ পাবনার উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকারের ৬৮ তম জন্মবার্ষিক উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সমবায় মার্কেট দ্বিতীয় তলায় উত্তরণ পাবনার কার্যালয়ে।
অনুষ্ঠানটি উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি,গীতিকার,সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান কবি, কবি, গবেষক,প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক মজিদ মাহমুদ, সভাপতিত্ব করেন উত্তরণ পাবনার সম্মানিত উপদেষ্টা পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মোখলেস মুকুল,উত্তরণ পাবনার উপদেষ্টা দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা,ওসাকার সিনিয়র নির্বাহী পরিচালক কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক কর্মী মাজহারুল ইসলাম মাযহার,ওসাকার পরিচালক মোঃ সাইফুল ইসলাম,কবি, অভিনয় শিল্পী ও শিক্ষাবিদ এম আব্দুল হালীম বাচ্চু,সহ:অধ্যাপক (অব:) মোঃ দেওয়ান গোলাম তৌহিদুজ্জামান,কবি ইদরিস আলী মধু,কবি মাহমুদা ওয়ারেসি শিমুল।

এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক কবি ও বাচিকশিল্পী মঞ্জুরুল ইসলাম,নির্বাহী সদস্য কবি সাইদা আক্তার কল্পনা,সিনিয়র সদস্য কবি সিরাজ মাহমুদ, কণ্ঠশিল্পী এটিএম ফজলুল করিম, অর্থ সম্পাদক কবি ও গীতিকার মরিয়ম বেলারুশী,সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নিলীমা নীল, প্রচার সম্পাদক কবি ও নৃত্যশিল্পী মিম ফয়সাল, সদস্য কবি মোহাম্মদ বেলাল হোসেন,তাসনিমা নিশাত কারিমা, জেসমিন আরা,কণ্ঠশিল্পী নমিতা রায়, সহ প্রচার সম্পাদক কণ্ঠশিল্পী রজনী আক্তার, সদস্য কবি ও সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর,কবি সাবিনা ইয়াসমিন প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন,কেক কাটা, কবি কে ফুলেল শুভেচছা প্রদান এবং নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • উত্তরণের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আব্দুদ দাইন সরকারের ৬৮ তম জন্মবার্ষিক উদযাপন