জনপ্রিয়

ঈদের বাজারে টাকাও পণ্য!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

কাজী রায়হান তানভীর

পণ্য কেনাবেচা চলে যে টাকা দিয়ে, ঈদকে ঘিরে সে টাকাও এখন ‘পণ্য’! ঈদে নতুন জামা-জুতার মতোই বিক্রি হচ্ছে নতুন টাকা। খুলনা দৌলতপুর, নিউ মার্কেট, পিকচার পেলেস মোড় ও বাংলাদেশ ব্যাংকের আশে পাশের এলাকায় নতুন টাকা কেনার দোকান বসেছে সারি সারি প্রকাশ্যে। পণ্য কেনাবেচা চলে যে টাকা দিয়ে, ঈদকে ঘিরে সে টাকাও এখন ‘পণ্য’! ঈদে নতুন জামা-জুতার মতোই বিক্রি হচ্ছে নতুন টাকা। অন্যান্য পণ্যের মতো এ পণ্য বিক্রিতেও লাভ করছেন বিক্রেতারা। ক্রেতা-বিক্রেতার মধ্যে চলে দর কষাকষি। ঈদের সালামি হিসেবে শিশুরা নতুন টাকা চায় বলে অভিভাবকরাও টাকা দিয়ে নতুন টাকা কিনছেন। আজ শুক্রবার খুলনা মহানগরীর বাংলাদেশ ব্যাংকের আশেপাশের কিছু এলাকায় গিয়ে দেখা যায়, ২০-২৫ জন ব্যবসায়ী নতুন টাকার পসরা নিয়ে বসেছেন। প্রত্যেকের কাছে ২-৩ লাখ টাকার নতুন নোট। টাকার দোকানকে ঘিরে ক্রেতাদের ভিড়ও ছিল প্রচুর। ব্যবসায়ীরা জানান, তারা প্রত্যেকে দৈনিক গড়ে ২ থেকে ৩ লাখ টাকার নতুন নোট বিক্রি করতে পারছেন। ৫০ টাকা নোটের এক বান্ডিল ২৫০ টাকা লাভে বিক্রি হয় ৫ হাজার ২৫০ টাকায়,আবার ঈদের আগের দিন দুই টাকা নোটের এক বান্ডিল (১০০টি নোট) ৭০/৮০ টাকা লাভে বিক্রি হয় ২৮০ টাকায়। পাঁচ টাকার এক বান্ডিল বিক্রি হচ্ছে ১০০ টাকা লাভে ৬০০ টাকায়। ১০ টাকা নোটের এক বান্ডিল ২০০ টাকা লাভে বিক্রি হয় ১ হাজার ২০০ টাকায়। ২০ টাকা নোটের এক বান্ডিল ১৫০ টাকা লাভে বিক্রি ২ হাজার ১৫০টাকায়। ৫০ টাকা নোটের এক বান্ডিল ২৫০ টাকা লাভে বিক্রি হয় ৫ হাজার ২৫০ টাকায়। ১০ টাকা নোটের এক বান্ডিল ১০০ টাকা লাভে এবং ২০ টাকা নোটের এক বান্ডিল ১১৫০ টাকা লাভে বিক্রি হচ্ছে। জানা যায়, ঈদকে ঘিরে সাধারণ জনগণের চাহিদার কথা বিবেচনা করে খুলনার জন্য দুই দফায় ১ হাজার ৮৫৩ কোটি টাকার নতুন নোট বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের খুলনা শাখায় প্রতিদিন।

  • ঈদের বাজারে টাকাও পণ্য!