জনপ্রিয়

ঈদগাঁওতে উপজেলা প্রশাসন উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

জাওয়ান উদ্দিন, ঈদগাঁও: বাংলা নববর্ষ-১৪৩১ বাঙালির জীবনে বিশেষ এক তাৎপর্য বহন করে। গতানুগতিক জীবন ধারার মধ্যে নববর্ষ নিয়ে আসে নতুন সুর, নতুন উদ্দীপনা। বিগত বছরের সব দুঃখ-বেদনাকে একরাশ হাসি, আনন্দ ও গান দিয়ে ভুলিয়ে দিয়ে যায় নববর্ষ। প্রাচীনকাল থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এটি বাঙালির আনন্দময় উৎসব হিসেবে সুপরিচিত। বাংলা নববর্ষ তাই বাঙালির জাতীয় উৎসব। বিগত দিনের সমস্ত গ্লানি মুছে দিয়ে, পাওয়া না পাওয়ার সব হিসেব চুকিয়ে প্রতি বছর আসে। পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। মহাধুমধামে শুরু হয় বর্ষবরণ। ১৪ই এপ্রিল সকাল থেকে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য রেলির মাধ্যমে পহেলা বৈশাখের শুভ সুচনা ঘটে। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমার সভাপতিত্বে বক্তব্য রেখেছেন, একাডেমিক সুপার ভাইজান রাশেদুল হাসান মোহাম্মদ মহিউদ্দিন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ডক্টর জসিম উদ্দিন,শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসার সুপার মনছুর আলম,সংগঠন কাফি আনোয়ার ও মনির ইউসুফ। উপস্থিত ছিলেন,সোনাগাজী নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা,শিক্ষক রেজাউল করিম, নুরুল আমিন হেলালী,আহমদ কবির,আবদুস সালাম, ব্যাংকার শারমিন সুলতানা রুহী,সরকারী নিবন্ধনপ্রাপ্ত সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ আর ও অনেকে। এদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মনো মুগ্ধকর স্টল সাজিয়ে হরেক রকমের পিঠা পুলি তৈরি করে পরিবেশন করেন অতিথিদেরকে। কবিতা,গান,নৃত্যে মাতোয়ারায় বিদ্যালয় প্রাঙ্গন। মেলায় আবহমান গ্রাম-বাংলার সাংস্কৃতিক কর্ম কাণ্ডের একটি পরিচিতি ফুটে ওঠে। রঙ্গিন পশরা সাজিয়ে বাঙ্গালী চেতনাকে উজ্জীবিত করতে ঘনিয়ে আসে বাংলাবর্ষ প্রতিটি বাঙ্গালির জীবনে।

  • ঈদগাঁওতে উপজেলা প্রশাসন উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন