হে মুসলিম,
আমি কোনো ভিনদেশি নই—
আমি তোমার আত্মার ক্ষত, ইতিহাসের রক্তমাখা পৃষ্ঠা।
আমি ফিলিস্তিন।
আমি সেই মাটির নাম, যার ঘ্রাণে ছিল নবীদের পায়ের ধূলা।
আর আজ আমার বুক চিরে হাঁটে জালেম ট্যাংক!
তুমি কি দেখতে পাও না?
আমার শিশুরা আজ আর খেলনা চায় না,
ওরা চায় শাহাদাহর সুগন্ধি।
তোমার হাতে মোবাইল, আর আমার হাতে পাথর।
তুমি ব্যস্ত ট্রেন্ডিং মিউজিকে,
আর আমার কান ভারী ড্রোন আর মৃত্যু চিৎকারে।
তুমি কি মুসলিম?
তবে চোখে রাখো আগুন!
হৃদয়ে রাখো সালাহুদ্দিনের অশ্রু!
আমি আর আহ্বান করছি না,
আমি এখন চিৎকার করছি!
“উঠে দাঁড়াও!
দেখো, ওরা কেবল আমাকে মারছে না—
তোমার ধর্ম, তোমার দীনের বুকে ছুরি চালাচ্ছে!”
তুমি চুপ থাকলে,
তোমার ঈমানও চুপ হয়ে যাবে একদিন।
তুমি জেগে উঠলে,
আমার ব্যথা বিজয়ের নেশায় বদলে যাবে!
হে উম্মাহ,
জেগে ওঠো, কারণ আমার চোখে এখন আর জল নেই—
আছে শুধু আগুন!
আর সে আগুন— তোমার দিকেও আসছে।
ইতি,
রক্তাক্ত কিন্তু অবিচল ফিলিস্তিন।
লেখক – তৌহিদ হাসান (গল্পকার)