জনপ্রিয়

আপন বড় ভাই ও ভাতিজাদের আঘাতে ছোট্ট ভাই মজিবুর রহমান গুরুতর আহত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ, স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ২ নং রামভ্রপুর ইউনিয়নের ১ নং খড়িয়া পাড়া গজন্দর গ্রামে আপন ভাই মোঃ রশিদ (৬০) মোছাঃ জুবেদা (৫০) স্বামী আব্দুর রশিদ। মোঃ হাফিজুর রহমান (৪০), পিতা: আব্দুর রশিদ । মোছাঃ ফিরুজা আক্তার (৩৫), স্বামী মোঃ হাফিজুর রহমান।
মোছাঃ খুকি আক্তার (৩০) স্বামী মোঃ জহিরুল ইসলাম। মোঃ রফিকুল ইসলাম পিতা ঐ

তারিখ ০৭.০৩ ২৪ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ০৫.৩০ মিনিট দা, লাঠি দিয়ে একই পরিবারের ৬ জন মিলে আপন চাচাকে একা পেয়ে তার উপর আক্রমণ করে। শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করেন। মজিবুর রহমানের চিৎকার শুনে আশপাশের লোক দৌড়ে এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। মাথায় আঘাত দেখে তাকে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শস্য বিশিষ্ট্য হাসপাতলে ইমারজেন্সি বিভাগে ভর্তি করেন।১ ঘন্টা হাসপাতালে ইমারজেন্সি বিভাগের রাখার পর।যখন রোগীর অবস্থা আশঙ্কাজনক হতে থাকে তা দেখে কর্মরত চিকিৎসক মজিবুর রহমানের কে রেফার করে পাঠান রাত ০৮ .৩০ মিনিটের সময়। ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে পৌঁছান ১০ টার দিকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে দেখে পরীক্ষার নিরীক্ষা করার জন্য বলা হয়। পরীক্ষা করার পরে এক পর্যায়ে কর্মরত চিকিৎসক দেখতে পান মাথার বাম পাশে মাইরের আঘাতে ব্যান্টে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণের কারণে বমি সহ খিচুনি ভাব হয়।প্রায় ৫ ঘন্টা চিকিৎসা চলাকালীন সময়ে আশঙ্কা জনক হয়ে উঠে। ২১ নাম্বার ওয়ার্ডের নিউরো সার্জারি বিভাগের কর্মরত চিকিৎসক। ০৮.৩.২৪ ইং রাত ৪.২০ মিনিট এর সময় আরো উন্নত চিকিৎসার জন্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি সার্জারি বিভাগের রেফার করে পাঠান। দুপুর ১২. টার সময় ভর্তি করানো। দীর্ঘ ২১ দিন চিকিৎসা করানোর পর আই সি ও তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩১.০৩.২৪ ইং রোজ রবিবার সকাল ৬.৩০ মিনিট এ সময়। ময়না তদন্তে রিপোর্টে উল্লেখ করেন যে মাথার গুরুতর ভাবে আঘাতের কারণে মৃত্যু হয়।

মরহুম মজিবুর রহমানের স্ত্রী বাদী হয়ে ফুলপুর থানাই মামলা দায়ের করেন। দায়ের কৃতি মামার দায়িত্বে এ এস আই আলমগীর।

অবশেষে মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ।নামাজ অনুষ্ঠিত হয়। ১১.৫০ মিনিট এর সময়। চিরনিদ্রায় সাহিত্য হন পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করবেন।

  • আপন বড় ভাই ও ভাতিজাদের আঘাতে ছোট্ট ভাই মজিবুর রহমান গুরুতর আহত