জনপ্রিয়

আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদরাসার পাগড়ি প্রদান সমাপ্ত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদদাতাঃ দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি

আজ ৭/৩/২৪ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাস্থ ভাদুঘর আজিজীয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার নতুন শাখার হল রুমে বার্ষিক পাগড়ি প্রদান, সবক প্রদান ও অভিভাবক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে অভিভাবকসহ ২৪জন হাফেজে কুরআনকে পাগড়ি ও ১১জন হাফেজা ছাত্রীকে সম্মাননা দেওয়া হয়েছে। নতুন সবক নিয়েছে আরো ২৬জন ছাত্র। অনুষ্ঠানটি মুফতি মুবারকুল্লাহ এর সভাপতিত্বে কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওঃ তানভীরুল হক সিরাজী। এছাড়া মুফতি উবায়দুল্লাহ মাদানী,মাওঃ বোরহান উদ্দিন আল মতিন,আনোয়ার বিন মুসলিম, মাওঃ ক্বারী হুসাইন আহমাদ, ক্বারি নাজমুল হাসান ও মাওঃ ইউসুফ উবায়দি সহ আরও অনেক আলেম উলামাগন উপস্থিত ছিলেন। এতে শিক্ষার্থীদের অভিভাবকগনও উপস্থিত ছিলেন। এসময় অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওঃ শফিকুল ইসলাম আজিজি বলেন, হিফজের জগতে কিভাবে পড়ার মানোন্নয়ন করা যায় আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। তাই আলহামদুলিল্লাহ প্রতিবছরই আমাদের প্রতিষ্ঠান থেকে হাফেজে কুরআন বের হচ্ছে। এবং তাদেরকে আল আজিজ শিক্ষা পরিবারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হচ্ছে। পাশাপাশি আল আজিজ ফাউন্ডেশনের মাধ্যমে নবীন শিক্ষকদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণেরও আয়োজন করা হচ্ছে। অতএব আপনাদের কাছে আমাদের এ মহৎ মিশনের জন্যে দোয়া চাই। এবং আমরা যেনো মৃত্যু পর্যন্ত কুরআনের খেদমতে লেগে থাকতে পারি সবাই দোয়া করবেন। অতপর ইকরামুল হক মারজান চৌধুরীর উপস্থাপনায় মাওঃ তানভীরুল হক সিরাজীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

  • আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদরাসার পাগড়ি প্রদান সমাপ্ত