জনপ্রিয়

আগুনে পুড়লো ৪টি বসতঘর

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার (৩০মার্চ) দুপুর অনুমানিক ১টা ৪০মিনিটে রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর দুর্গম এলাকা ৩নং ওয়ার্ডের ভাঙ্গামুড়া এলাকায় ৪টি বসতবাড়ি আগুনে পুড়ে গেছে।

শনিবার বিকাল ৫টায় মুটোফোনে যোগাযোগ করা হলে হেডম্যান থোয়াই অং মারমা বলেন রান্না ঘরের চুলা হতে আগুনের সূএপাত হয়।আগুন লেগে এলাকার আলিয়ামত তংচংগ্যা ও প্রেম কুমার তংচংগ্যা এবং পাখি জয় তংচংগ্যা ও কানচন তংচংগ্যা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।এসময় ঘর থেকে কোন কিছু বাইর করা সম্ভব হয় নাই।ঘরে মজুদ থাকা আদা হলুদ ও ধান এবং ধানের বীজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়।মোট ৮-১০ লাখ টাকার মত ক্ষতি হতে পারে বলে জানান হেডম্যান।উক্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল থাকার কারনে আর কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

  • আগুনে পুড়লো ৪টি বসতঘর