আগামী মার্চে অনুষ্ঠিত হবে ফিনালিসিমা!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 14 minutes ago

আকাশ দাশ সৈকত

ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা! আর্জেন্টিনা এবং স্পেন! দুই মহাদেশের দুই শ্রেষ্ঠ দলের লড়াই যার নাম ফিনালিসিমা। তবে এই ফিনালিসিমা নিয়ে এতোদিন অনিশ্চয়তা থাকলেও এইবার আশার আলো দেখা যাচ্ছে। আগামী বছরের মার্চে দুই মহাদেশের চ্যাম্পিয়নদের লড়াই মাঠে দেখা যেতে পারে বলে জানিয়েছেন আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

লিওনেল মেসি সময়ের সেরা এক কিংবদন্তি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে যিনি নিজের জাদুতে ছুটছেন প্রতিনিয়ত। অন্যদিকে মেসির উত্তরসূরি ধরা হচ্ছে মাত্র ফুটবলের সাথে নিজেকে পরিচিত করা তরুণ তারকা লামিন ইয়ামাল। তবে এই দুই তারকার মুখোমুখি লড়াইটা দর্শকদের জন্য এক বড় আগ্রহের। তাইতো এইবার দুই মহাদেশের দুই তারকার মাঠে লড়াইও দেখা যাবে বেশ। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হতে চলেছে একে অন্য বিপক্ষে।

আজ এক প্রতিবেদনে আর্জেন্টিনা গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এবং স্প্যানিশ ফুটবলের (আরএফইএফ) প্রধান রাফায়েল লুজান সম্মত হয়েছেন যে, ২০২৬ সালের ১৭–২৫ মার্চের মধ্যে দুটি দেশ মুখোমুখি হবে। এর কয়েক মাস পরই আবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে ২০২৬ বিশ্বকাপের আসর। যদিও আর্জেন্টিনা ইতোমধ্যে লাতিন অঞ্চল থেকে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেলেও, এখনও বাছাইপর্ব শেষ হয়নি স্পেনসহ ইউরোপীয় দেশগুলোর।

উল্লেখ্য ফিনালিসিমা মূলত চালু করা হয় ১৯৮৫ ও ১৯৯৩ সালে হওয়া আর্তেমিও ফ্রাঞ্চি কাপের পরিবর্তে। শেষবার এই ট্রফি জিতেছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। এরপর ফিনালিসিমার প্রথম সংস্করণেও শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা।