আকাশ দাশ সৈকত
চলতি বছরের আগস্টে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে ভারতীয় দল বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সিরিজ স্থগিত করা হয়েছে । তাই এই ফাঁকা সময়ে নতুন কোন দলের বিপক্ষে সিরিজ খেলার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেপ্টেম্বরে এশিয়া কাপকে সামনে রেখে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং নিরাপত্তা ইস্যুর কারণ দেখিয়ে অনেক আলোচনা শেষে সেই সিরিজ স্থগিত করে দুই ক্রিকেট বোর্ড। নতুন সূচী অনুযায়ী আগামী বছরের সেপ্টেম্বরে সেই সিরিজ খেলার পরিকল্পনা আছে দুইদলের। তবে আগস্টে হতে যাওয়া সিরিজ হঠাতে স্থগিতের কারণে নতুন করে ভারতের বিকল্প খুঁজতে হচ্ছে বিসিবিকে। এই বিষয়ে আজ গণমাধ্যমে কথা বলেন ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম ।
তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, ওই সময়টায় আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কি না। এর আগেও আমরা এ রকম করেছি। “এ” দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। সে রকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের পরিকল্পনা।’
এরপর নতুন পরিকল্পনা নিয়ে ফাহিম বলেন, ‘এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সঙ্গে আমরা খেলতে পারি কি না বা বাইরে কোথাও গিয়ে খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না, কোনো সুযোগ পাওয়া যায় কি না। সে জিনিসগুলো আমরা দেখছি। যদি সুযোগ না হয়, তাহলে আমরা ইন্টারনালি হয়তো খেলব।’