জনপ্রিয়

আখাউড়ায় গুলিসহ গ্রেফতার ৩

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 21 hours ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চাইনিজ রাইফেলের ২৮ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের পৌর এলাকার মসজিদ পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। থানায় নিয়ে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. পলাশ (৩০), হেলাল মিয়া (৩৫) ও মো. কাউছার (৪৫)। পলাশ ও হেলালের বাড়ি কুমিল্লার কোতোয়ালী এলাকায় এবং কাউছারের বাড়ি মসজিদ পাড়ায়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিস এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগে চাইনিজ রাইফেলের ২৮ রাউন্ড গুলি পাওয়া যায়। 

তিনি জানান, ধারণা করা হচ্ছে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য কুমিল্লা থেকে এসব গুলি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্ত করা হচ্ছে। গুলি উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

  • আখাউড়ায় গুলিসহ গ্রেফতার ৩