জনপ্রিয়

আখাউড়ায় আবাসিক হোটেলে পুলিশের হানা, আটক-৪ জন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 months ago

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চলাকালে অসামাজিক কার্যকলাপের অপরাধে ৪ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে অবস্থিত ভূঁইয়া বোর্ডিংয়ে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আজ ৬/৭/২৪ ইং রোজ শনিবার সকালের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শুক্রবার বিকেলের দিকে পৌর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর এরশাদ মিয়ার নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হলে আবাসিক হোটেল ভূঁইয়া বোর্ডিংয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে হোটেল মালিকসহ ৪ জন নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  • আখাউড়ায় আবাসিক হোটেলে পুলিশের হানা