ইমান আলী, স্টাফ রিপোর্টার, ঢাকা
আওয়ামী লীগকে দলগতভাবে গণহত্যায় জড়িত আখ্যা দিয়ে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রতি খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ৯ মে শুক্রবার প্রকাশিত ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, “পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে নারী, শিশু ও গণতন্ত্রকামী জনগণের ওপর বর্বর হামলা চালিয়ে আওয়ামী ফ্যাসিবাদ নিজেদের আসল রূপ প্রকাশ করেছে। দলগতভাবে তারা গণহত্যার সঙ্গে জড়িত।”ডা. ইরান আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের ফলেই আজকের অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। কাজেই আপনাদের উচিত জনগণের আকাঙ্ক্ষা ও বাস্তবতা অনুধাবন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।”তিনি চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশীজনদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণের দাবি জানান।চিঠির শেষে তিনি উল্লেখ করেন, “আমরা শাহবাগে অবস্থান করছি। নির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ।”