জনপ্রিয়

অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের কবিতা আসর অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

রিয়াজুল হক সাগর, রংপুর

রংপুরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রক্তাক্ত গণঅভ্যুথানে বিজয়ের নতুন যত্রায় শান্তির জন্য কবিতা আসর অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৪টায় রংপুর টাউন হল সংলগ্ন কার্যালয়ে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি তৈয়বুর রহামন বাবুর সভাপতিত্বে কবিতা পাঠ করেন সাংবাদিক মাহাবুবল ইসলাম, কবি জাহিদ হোসেন, কবি মতিয়ার রহমান, কবিরাজ ইসমাইল মোল্লাহ, কবি রায়হান আহমেদ রিমেট, কবি মাসুম মোরশেদ, কবি ফারহান শহীন লিওন, কবি তাপস মাহমুদ, কবি রেজাউল করিম বসুনিয়া, কবি ফকরুল ইসলাম, মুনতাহা নুর, ইসহাক ইরানী, কামরুজ্জামান দিশারী, রেজাউল করিম জীবন, নুর হাসান চান, একরাম হোসেন এলিজ, মাসুদুর রহমান রাজ, জাহিদ হাসান, সুফি জাহিদ হাসান, হাই হাফিজ প্রমুখ।

  • অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের কবিতা আসর অনুষ্ঠিত