৮ বছর পর ইংলিশদের সাদা জার্সিতে ডসন!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 hours ago

আকাশ দাশ সৈকত

সফরকারী ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে ৮ বছর পর ইংলিশদের সাদা পোশাকের দলে ফিরে চমকে দিয়েছেন লিয়াম ডসন।

দীর্ঘ বিরতি দিয়ে টেস্ট দলে ফেরা! পাকিস্তানি ব্যাটার ফাউয়াদ আলমকে দেখে অনেকে বলবেন এইভাবেও ফিরে আসা যায়। কারণ দীর্ঘ ১০ বছর ২৫৯ দিন পর ২০২০ সালে পাকিস্তান দলে ফিরেছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে ডসন হয়তো নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন কারণ জাতীয় দলের হয়ে সাদা পোশাক গায়ে জড়াতে ফাউয়াদ আলমের মতো লম্বা সময় লাগেনি এই অলরাউন্ডারের । কিন্তু যে সময়ে জাতীয় দলে ফিরেছেন সেইটা অবশ্য কম নয় বটে সময়ের হিসেবে প্রায় ৮ বছর। যে সময়ে ইংলিশরা খেলে ফেলেছে ১০২টি টেস্ট । ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে শোয়েব বশিরের জায়গায় ডসনকে ফিরিয়ে কাল স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড। লর্ডসে তৃতীয় টেস্টে আঙুল ভেঙে যায় অফ স্পিনার বশিরের। তাঁর জায়গায় বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার ডসনকে ফেরানো হয়েছে টেস্ট দলে।

২০১৬ সালে টেস্টে অভিষিক্ত হয়ে এ সংস্করণে মাত্র ৩ ম্যাচ খেলা ডসন সর্বশেষ খেলেছেন ২০১৭ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে। ২০২১ সাল থেকে ইংল্যান্ডের ঘরোয়ায় বেশ ভালো করছেন ডসন। এ সময় ১২ বার ইনিংসে নিয়েছেন ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৩ বার। ২০২৩ সাল থেকে হ্যাম্পশায়ারের হয়ে ১২৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৫৯.৭৫ গড়ে ৯৫৬ রানও করেছেন। গত পাঁচ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সেঞ্চুরি ৯টি।

ভারতের বিপক্ষে পাঁচম্যাচের টেস্ট সিরিজে ২-১ এ এগিয়ে ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট শুরু হবে আগামীকাল।

  • ৮ বছর পর ইংলিশদের সাদা জার্সিতে ডসন!