জনপ্রিয়

৬ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোর কারাগারে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

রিয়াজুল হক সাগর, রংপুরঃ রংপুরের মিঠাপুকুরে ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন পরিবারের লোকজন সহ স্থানীয়রা। মঙ্গলবার (১৪ -মে) বিকালে মিঠাপুকুর উপজেলার ০৯ নং ময়েনপুর ইউনিয়নের শুকরের হাট পশ্চিম গেনারপাড়া গ্রামের একটি আমবাগানে এই ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, রাতে গণমাধ্যমে জানান, মঙ্গলবার ১৪-মে বিকালে শিশুটি তার নিজ বাড়ির পাশে খেলছিল। এসময় প্রতিবেশী ওয়ারেস মিয়ার পুত্র রাফি মিয়া (১৪) নামে এক শিশুকিশোর কৌশলে ছয় বছরের ওই শিশুটিকে বাড়ির পশ্চিম পাশের একটি আম বাগানে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের পর শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখতে পারেন, শিশুটির বিশেষ অঙ্গে রক্তক্ষরণ হচ্ছে, পরে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে নিজ বাড়িতে আটক করেন।মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সংঘাতে জড়িত শিশুকে আটক করা হয়েছে। শিশু ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।

  • ৬ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোর কারাগারে