জনপ্রিয়

৫৬ বিজিবি কর্তৃক অবৈধ অনুপ্রবেশের প্রাক্কালে ০৫ জনকে আটক করেছে বিজিবি টহল টিম

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

মোঃ শেখ ফরিদ, স্টাফ রিপোর্টার

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে এবং অত্যন্ত তৎপরতা প্রদর্শন করছে। অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। অদ্য ০৭/১০/২০২৪ ইং  তারিখ সময় আনুমানিক ৮.৪০মিনিটে  মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৭৫ হতে ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে  শুয়েরপাড়  নামক স্থানে হতে  বাংলাদেশী ০৫ জন হিন্দু নাগরিককে ভারতে প্রবেশ কালে আটক করে বিজিবি। আটককৃত ব্যাক্তিরা হলেন   শ্রী নন্দ কিশোর রায় (৪৫)  পিতা: মৃত মধুসূদন  গ্রাম: নয়নি বাকডোগড়া  পো: বোরাগাড়ি  থানা: ডোমার  জেলা: নীলফামারী   শ্রী পরিমল রায় (২১)   পিতা: শ্রী নন্দ কিশোর রায়  গ্রাম: নয়নি বাকডোগড়া  পো: বোরাগাড়ি  থানা: ডোমার  জেলা: নীলফামারী শ্রী নিত্যানন্দ  রায় (২১)   পিতা: শ্রী তৈলক্ষ্য রায় গ্রাম: নৌদাবস   পো: বোরাগাড়ি  থানা: ডোমার  জেলা: নীলফামারী  শ্রী সঞ্জয় চন্দ্র (১৭) পিতা: শ্রী বড়কান্ত চন্দ্র  গ্রাম: নৌদাবস   পো: বোরাগাড়ি  থানা: ডোমার  জেলা: নীলফামারী  শ্রী কল্যাণ রায়  (২৪) পিতা: মৃত সিবেন  গ্রাম: নৌদাবস   পো: বোরাগাড়ি  থানা: ডোমার  জেলা: নীলফামারী  পলাতক আসামিঃ মোঃ মনোয়ার হোসেন পিতা মোঃ নজরুল  গ্রামঃ বানিয়াপাড়া পোষ্টঃ আমতলা কাজিপাড়া থানাঃ বোদা জেলাঃ পঞ্চগড়  আটককৃত ব্যাক্তিদের মালামালের  বিবরণ : বাংলাদেশী নগদ টাকা ২৪,৪১০ ভারতীয় রুপি-৯০ মোবাইল Realme C30 ০১ টি মোবাইল Infinix 9 ০১ টি মোবাইল Infinix Hot I 12 ০১ টি Marcel A 52 ০১ টি মোবাইল Realme C65 ০১ টি   সাথে মোবাইল চার্জার ০৪ টি। বিজিবি ক্যাম্প কমান্ডার জানান আমাদের টহল টিম খুব কড়া নজরদারিতে রয়েছে। সীমান্তে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সবসময় সজাগ। আটকৃতদের পঞ্চগড় জেলার বোদা থানায় মামলা চলমান রয়েছে।

  • ৫৬ বিজিবি কর্তৃক অবৈধ অনুপ্রবেশের প্রাক্কালে ০৫ জনকে আটক করেছে বিজিবি টহল টিম