সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ, ফেনী প্রতিনিধি
প্রতিবছরের মতো এই বছরও আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন। সরকারি থেকে বেসরকারি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শুরু হবে এ-ই প্রতিযোগিতাটি। এইবার পাঁচটি পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা (মাউশি) সময় সূচি অনুসারে ২০২৪ সালের এই বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষা প্রতিযোগিতাটি শুরু হবে মার্চ মাসের ১৮ তারিখ এবং শেষ হবে ৩০ এপ্রিল। প্রতিযোগিতাটি হবে মোট ৫টি পর্যায়ে। প্রথমত: ২৪শে মার্চ উপজেলা পর্যায়ে, দ্বিতীয়ত: জেলা পর্যায়ে হবে মার্চ মাসের ২৮ তারিখ। তৃতীয়ত: ২৭ শে মার্চ ঢাকা মহানগর পর্যায়ে। চতুর্থ :বিভাগীয় পর্যায়ে ২১শে এপ্রিল। পঞ্চম :শেষ পর্যায়ে ৩০শে এপ্রিল জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।