জনপ্রিয়

১১ মাস পর গ্যাস পেয়ে আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন শুরু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

অবশেষে গ্যাস সরবরাহ শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডে। প্রায় ১১ মাস পর গ্যাস পেয়ে কারখানাটিতে উৎপাদন শুরু হয়েছে। তবে গ্যাসের চাপ কম থাকায় পুরোদমে উৎপাদন শুরু করা যাচ্ছে না বলেও জানা যায়।  গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ। তবে গ্যাসের চাপ কম থাকার কারণে ঢিমেতালে উৎপাদন চলছে জানিয়ে তিনি বলেন, মূলত পুরোদমে সার উৎপাদনে ৪০-৪২ বার চাপ প্রয়োজন হয়। বর্তমানে পাওয়া যাচ্ছে ৩০-৩৪ বার। কারখানা সূত্রে জানা জানায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১১০০ টন ইউরিয়া সার উৎপাদন হতো। তবে গ্যাস সংকটের কারণে গত ২১শে ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। পরবর্তীতে গত বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হলে দীর্ঘ প্রক্রিয়ার পর ইউরিয়া সার উৎপাদনে ফিরল কারখানাটি।   আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, ‘গ্যাস সরবরাহ শুরুর পর পরই ইউরিয়া সার উৎপাদন প্রক্রিয়া শুরু করা হয়। তবে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সার উৎপাদন শুরু হয়েছে। ’গ্যাসের সমস্যা পুরোপুরিভাবে কেটে গেলে উৎপাদনেও গতি আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • ১১ মাস পর গ্যাস পেয়ে আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন শুরু