মোঃ আবদুর রহিম সোহেল স্টাফ, রিপোর্টার চট্টগ্রামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) জনাব অতনু চক্রবর্ত্তীর সার্বিক দিক-নির্দেশনায় আজ ২২/০৫/২৪ খ্রি. সিএমপির সদরঘাট থানার এসআই অর্ণব বড়ুয়া, এএসআই মোঃ মাহিন উদ্দিন, এএসআই মোঃ জানে আলম ও এএসআই মুকতার হোসেন ইপিজেড থানার সহযোগিতায় ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা- ৭৭৬/০৯, জিআর সাজা- ২৩(১)২০০৯ এর আসামি মোঃ আব্দুল মালেক (৪৮)-কে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি ১৫ গ্রাম মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে রাখার অপরাধে বিজ্ঞ আদালত কর্তৃক ১০ বছর সশ্রম কারাদণ্ড সাজার আদেশপ্রাপ্ত হয়ে দীর্ঘ ৭ বছর পলাতক ছিল।