মোনতাসির বিল্লাহ মুন্না, সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ গোটা দেশ ব্যাপী চলমান জলবায়ু পরিবর্তন জনিত তাপ প্রবাহ এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সারাদেশ ব্যাপী ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষ রোপন এবং তা পরিচর্যার নির্দেশনা দেয়, তারই অংশ হিসেবে সুন্দরগঞ্জ উপজেলাধীন ৭ নং রামজীবন ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মী বৃন্দ বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করেন, উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব খালিদ উর রহমান বাদল, তিনি বলেন,দূর্যোগ দূর্বিপাকে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের মানুষের পক্ষে আছে, ছিলো এবং থাকবে। এছাড়াও ছাত্রলীগের পরবর্তী সকল কর্মসূচি এবং নির্দেশনা বাস্তবায়নে রামজীবন ইউনিয়ন ছাত্রলীগ সর্বদাই কাজ করবে বলে জানান রামজীবন ইউনিয়ন ছাত্রলীগ নেতা অনিক সরকার।